| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া ভুয়া রক্তদানরত অবস্থায় ক্যামেরায় ধরা পড়লেন বিজেপি নেতা


ভুয়া রক্তদানরত অবস্থায় ক্যামেরায় ধরা পড়লেন বিজেপি নেতা


রহমত নিউজ     23 September, 2024     09:56 AM    


উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং উত্তর প্রদেশের মোরাদাবাদের মেয়র বিনোদ আগরওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভুয়া রক্তদানরত অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসের সাথে মিল রেখে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উদযাপনের জন্য ১৭ সেপ্টেম্বর একটি রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, আগরওয়াল একটি রক্তদান শিবিরে বিছানায় শুয়ে আছেন এবং একজন প্যারামেডিক তার রক্তচাপ পরীক্ষা করার জন্য প্রস্তুত হওয়ার সময় হাসছেন। তারপর রক্ত না দিয়েই সুচ দেখে উঠে চলে যান তিনি। 

ভিডিওটি আপলোডের সাথে সাথে নিন্দায় হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। যদিও মেয়র আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, তিনি রক্ত দিতেই যান। তবে তার ডায়বেটিস আছে জানতে পেরে ডাক্তাররা রক্ত নিতে অস্বীকৃতি জানান। পরে ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, তিনি সুগারের রোগী। তাঁর রক্তে শর্করার মাত্রা অনেক বেশি। চিকিৎসক সুগার আছে শুনে তাঁকে রক্ত না দেওয়ার পরামর্শ দেন। তার পরেই শয্যা ছেড়ে তিনি উঠে গিয়েছিলেন।

সূত্র : জে এন